ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সৌদি থেকে ৭ বছর পর দেশে ফিরে অস্ত্রসহ গ্রেপ্তার বিএনপি নেতা

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫

সৌদি থেকে ৭ বছর পর দেশে ফিরে অস্ত্রসহ গ্রেপ্তার বিএনপি নেতা

ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সৌদি আরব থেকে দেশে ফেরার পর অস্ত্রসহ বিএনপি নেতা এনামুল হক মোল্লা গ্রেপ্তার হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে আসা এনামুল হক মোল্লা পূর্বে একাধিক মামলার কারণে নাম পরিবর্তন করে ‘আব্দুল্লাহ আল মামুন’ নামে ২০১৭ সালে সৌদি আরবে গিয়েছিলেন। সম্প্রতি তিনি শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার টানিয়ে, সভা, সমাবেশ, মিছিল ও মিটিং করার মাধ্যমে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল সাড়ে ৫টা পর্যন্ত বরমী ইউনিয়নের বরকুল গ্রামে তার নিজ বাড়ি থেকে এনামুল হক মোল্লাকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তার সহযোগীরাও আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায় এবং তাকে আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান ও একটি চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।

বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কার্যকলাপের কারণে ২০০১ সালে বিএনপি তাকে বহিষ্কার করে।

আমার ক্যাম্পাস

Link copied!