ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

বিএনপি প্রার্থী ঘোষণা: নানা জেলায় নেতাকর্মীদের বিক্ষোভ ও অগ্নিসংযোগ

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫

বিএনপি প্রার্থী ঘোষণা: নানা জেলায় নেতাকর্মীদের বিক্ষোভ ও অগ্নিসংযোগ

ছবিঃ আমার ক্যাম্পাস

বিএনপি সোমবার বিকেলে প্রার্থীদের তালিকা প্রকাশের পরে বিভিন্ন জেলায় সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রার্থী না হওয়া নেতাকর্মীরা সড়ক অবরোধ, টায়ার জ্বালানো, যানবাহনে ভাঙচুর ও কিছু ক্ষেত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। দলটি ওই দিন মোট প্রায় ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল—ঘোষণার পরিপ্রেক্ষিতেই ক্ষুব্ধ অংশ অনেক স্থানে সড়কে নেমে আসে।

স্থানীয় সূত্র ও পুলিশ প্রধানত নিম্নলিখিত স্থানগুলোতে অশান্তির কথা নিশ্চিত করেছেন—মাদারীপুর (শিবচর / মাদারীপুর-১): শিবচর আসনে দলীয় মনোনয়ন নিয়ে বিরোধের জেরে সমর্থকরা ঢাকা-মাওয়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন; বেশ কিছু গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটেছে। ঘটনা স্থলে পৌঁছানো পুলিশের বিষয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

চট্টগ্রাম (সীতাকুণ্ড / চট্টগ্রাম-৪): আসলাম চৌধুরীর অনেক সমর্থক কাজী সালাহউদ্দিনকে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে ব্যারিকেড, টায়ার জ্বালানো ও অবরোধ করে। ভাটিয়ারী, কুমিরা ও আশপাশের এলাকায় রেললাইন অবরোধের ফলে কয়েকটি আন্তঃনগর ট্রেন নির্ধারিত পথে পৌঁছাতে পারেনি; কিছু যানবাহনও ভাঙচুড়ার শিকার হয়েছে।

কুমিল্লা (কুমিল্লা-৬): মনোনয়ন বিতর্কে সদর ও জেলার বিভিন্ন জায়গায় সমর্থকরা সড়ক অবরোধ করেন; চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মেহেরপুর (মেহেরপুর-২ / গাংনী): মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে গাংনী ও আশপাশের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়; যোগাযোগ বিঘ্নিত হয়।

কুষ্টিয়া (কুষ্টিয়া-৩): স্থানীয় মনোনয়ন ঘিরে শহরে ও মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদী কর্মসূচি চলে; কিছু অংশে যান চলাচল বাধাগ্রস্ত হয়।

মাগুরা (মাগুরা-২): স্থানীয় যুবদল নেতার সমর্থকেরা মনোনয়ন না পাওয়ায় পার্টি অফিস এলাকায় এবং মহাসড়কে বিক্ষোভ দেখান।

জেলার থানাগুলো জানিয়েছে—অনেক ক্ষেত্রে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় অঙ্গসংগঠন ও স্থানীয় নেতারা বিষয়গুলো মিটমাটের চেষ্টা চালাচ্ছেন বলে অনেক স্থান থেকেই জানা যায়।

ঘটনাগুলোর ফলে যাত্রী ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে বিঘ্ন ঘটছে; সরকারি ও প্রশাসনিক সূত্র জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আমার ক্যাম্পাস

Link copied!