ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, ফ্যাসিস্ট সরকার পতনের পর (৫ আগস্ট) থেকে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও এর নেতৃত্বের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তিনি বিএনপি নেতাদের মানহানি করার উদ্দেশ্যে নানা মন্তব্য করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর এক বক্তব্যে নাসিরুদ্দীন পাটওয়ারী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে বলেন—
“জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের এক নেতা আছে নয়ন—ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে, তাতেই দেশে একটা গণভোট করা সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু তাতে কাজ হয়নি। এখন মনে হয় ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়েই পরিষ্কার করতে হবে।”
এই বক্তব্যের মাধ্যমে বিএনপি ও যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে এবং নয়নের ব্যক্তিগত সুনাম নষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে বলে মামলায় দাবি করা হয়।
বাদী কাজী মুকিতুজ্জামান আদালতের কাছে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

              
                            
                            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :