জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি আজ তার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে। বৈঠকে দলের প্রাথমিক একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে। প্রায় ২০০ আসনে একক প্রার্থী মনোনয়নের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে, তবে মিত্র রাজনৈতিক দলের জন্য কিছু আসন সংরক্ষণ রাখার বিষয়েও আলোচনা হতে পারে।
বৈঠকটি দুপুর সাড়ে ১২টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিকেলে সাংগঠনিক টিমের সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। উভয় বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠকের বিস্তারিত এ মুহূর্তে স্থায়ী কমিটি বা সাংগঠনিক টিমের সদস্যদের জানানো হয়নি।
গত রোববার তারেক রহমান জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে বিএনপি বা সমর্থিত প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দল শিগগিরই প্রার্থীদের নাম ঘোষণা করবে এবং নির্বাচনে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জানা গেছে, প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে বিভিন্ন জরিপের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছে। যেসব আসনে সংকট দেখা দিয়েছে, সেগুলো সমাধানে তারেক রহমান নিজে বা স্থায়ী কমিটির সদস্যদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। সর্বশেষ গত ২৬ ও ২৭ অক্টোবর চেয়ারপারসনের কার্যালয়ে তিনশ আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করা হয়েছিল।
বৈঠকের সময়কাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে জরুরি ভিত্তিতে লন্ডন থেকে ডাকা হয়েছে, সম্ভবত জুলাই জাতীয় সনদ বিষয়ক বিস্তারিত আলোচনা করতে।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা ছাড়াও সংবিধান সংস্কারসহ জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন বিষয়ক প্রাসঙ্গিক আলোচনা হতে পারে।

আপনার মতামত লিখুন :