ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

মনোনয়ন বঞ্চিতদের দলের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান তারেক রহমানের

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫

মনোনয়ন বঞ্চিতদের দলের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান তারেক রহমানের

ছবিঃ আমার ক্যাম্পাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের প্রতি দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, অভ্যন্তরীণ বিরোধ সৃষ্টি করে প্রতিপক্ষ যেন কোনোভাবে সুবিধা নিতে না পারে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান জানান, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে, এরপর নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। এ লক্ষ্যেই বিএনপি গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে। দেশের ৩০০ সংসদীয় আসনে মনোনয়ন চূড়ান্তকরণের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যারা রাজপথে ছিল, সেই রাজনৈতিক শক্তিকেই আমরা প্রাধান্য দিচ্ছি। তাই অনেক আসনে কেউ কেউ দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হবেন। কিন্তু দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে সবাইকে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। প্রতিপক্ষ যেন ভেতরের বিভেদকে কাজে লাগাতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।”

এ সময় নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে দলের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, “আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু তাদের নিরাপত্তার বিষয়ে সমাজ ও রাষ্ট্রের উদাসীনতা বেড়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, আগস্ট মাসে দেশে ৯৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ১৪টি গণধর্ষণের ঘটনা। সাতজন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ৯৮ জন নারী খুন হয়েছেন।”

তিনি আরও বলেন, “নারী ও শিশুদের জন্য নিরাপত্তাহীন সমাজ সভ্য হতে পারে না। প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে কন্যা, মা ও বোনদের সঙ্গে কথা বলুন, তাদের সমস্যার সমাধানে এলাকায় প্রস্তাব দিন। রাষ্ট্র ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার দায়িত্ব আমাদেরও নিতে হবে।”

এছাড়া, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, “বিগত ১৫-১৬ বছরে প্রবাসীরা ভোট দিতে পারেননি। অথচ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার ছিলেন। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

আমার ক্যাম্পাস

Link copied!