ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু মঙ্গলবার

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫

ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু মঙ্গলবার

ছবিঃ সংগৃহীত

ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ২৯ অক্টোবর পর্যন্ত, তবে বোর্ড ফি জমা দেওয়া যাবে ২৮ অক্টোবর পর্যন্ত। ফি জমা দেওয়ার পরই তথ্য আপলোডের নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২১ অক্টোবর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি দেশের সব মাদরাসা প্রধানের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫’-এর ফরম পূরণ নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।’

যোগ্যতা ও ফি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ি, সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় অধ্যয়নরত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে পারবে।

প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ৪০০ টাকা বোর্ড ফি অনলাইনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে। এছাড়া ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদরাসায় জমা দিতে হবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কেন্দ্র ফি মাদরাসা প্রধান সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুকূলে জমা দেবেন।

ফরম পূরণের প্রক্রিয়ায় শিক্ষার্থীর তথ্য বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.ebmeb.gov.bd-এর মাধ্যমে এন্ট্রি দিতে হবে। Google Chrome বা Firefox ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশের পর ‘Ebtedaee Scholarship Entry’ অপশনে ক্লিক করলে প্রতিষ্ঠানের লগইন প্যানেল দেখা যাবে। এরপর EIIN/Code ও Password ব্যবহার করে প্যানেলে লগইন করতে হবে। শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দেওয়ার পর সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি পরিশোধ করতে হবে।

যেসব মাদরাসার EIIN বা Password নেই, তাদের ক্ষেত্রে ‘New Password’ অপশনে গিয়ে মাদরাসার কোড ও প্রতিষ্ঠান প্রধানের নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে OTP সংগ্রহ করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই পাসওয়ার্ড সংরক্ষণ করে লগইনের সময় ব্যবহার করতে হবে।

বোর্ড ফি জমা হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন সক্রিয় হবে। সব পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার পর তালিকা প্রিন্ট করে যাচাই করতে হবে এবং কোনো ভুল থাকলে ‘Edit’ অপশনে সংশোধন করতে হবে। যাচাই শেষে ‘Final Submit’ বাটনে ক্লিক করলেই ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইনে শিক্ষার্থীর তথ্য ইনপুট দেওয়ার সময় ভর্তি রেজিস্টার ও জন্মসনদ অনুসারে নাম, পিতা-মাতার নাম এবং জন্ম নিবন্ধন নম্বর সঠিকভাবে দিতে হবে। কোনো ভুল তথ্য এন্ট্রি হলে পরবর্তী ধাপে তা সংশোধনের সুযোগ থাকবে না বলে সতর্ক করা হয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!