ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

৩শ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, প্রার্থীদের ফোন দিচ্ছেন তারেক রহমান

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫

৩শ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, প্রার্থীদের ফোন দিচ্ছেন তারেক রহমান

ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পূর্ণমাত্রায় নির্বাচনী প্রস্তুতিতে নেমেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশের ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে সরাসরি ফোন করে মাঠে নামার নির্দেশ দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত কয়েক সপ্তাহ ধরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জেলার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন কেন্দ্রীয় নেতারা। এসব বৈঠকের বেশ কিছুতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। বৈঠক শেষে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একাধিক আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।

বগুড়া জেলার বিভিন্ন আসনের কয়েকজন নেতা জানিয়েছেন, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন তারেক রহমান। বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩-এ আবদুল মহিত তালুকদার, বগুড়া-৪-এ মোশাররফ হোসেন এবং বগুড়া-৫-এ জি এম সিরাজকে ফোন করে মাঠে কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। মেহেরপুর-১ ও ২ আসনের প্রার্থীরাও একইভাবে তারেক রহমানের ফোন পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

মোশাররফ হোসেন বলেন, ‘আমাকে সরাসরি ফোন দিয়ে নির্বাচনী প্রস্তুতির কথা বলেছেন। বুঝতে পারছি, এটা একধরনের সবুজ সংকেত।’
অন্যদিকে, মেহেরপুরের আমজাদ হোসেন জানান, ‘আমাকে গাংনীতে ধানের শীষের পক্ষে কাজ শুরু করতে বলা হয়েছে।’

রাজধানীতেও বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনে আমিনুল হক, ঢাকা-৮-এ মির্জা আব্বাস ও ঢাকা-৪-এ তানভীর আহমেদ রবিন। এছাড়া জোটমিত্র ববি হাজ্জাজকে ঢাকা-১৩ এবং আন্দালিব রহমান পার্থকে ঢাকা-১৭ আসনে বিবেচনা করা হচ্ছে।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘যে নির্দেশনা পেয়েছি, তার ভিত্তিতেই জনগণের কাছে যাচ্ছি। ইতোমধ্যে জোটের অংশীদারদেরও নির্দিষ্ট কিছু আসনে প্রস্তুতি নিতে বলা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা আগেভাগে প্রার্থী চূড়ান্ত করছি যাতে জনগণের মাঝে যেতে পারি, সরকারের অপকর্ম তুলে ধরতে পারি এবং ভুল বোঝাবুঝি দূর করা যায়।’

নির্বাচনী তফসিল ডিসেম্বরের দিকে ঘোষণার সম্ভাবনা থাকলেও বিএনপি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা করেছে। তবে জোটভিত্তিক কৌশলের কারণে অন্তত ৫০টি আসনে চূড়ান্ত মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!