ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে শহীদ মিনারে বিএনপি নেতা এ্যানি

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫

শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে শহীদ মিনারে বিএনপি নেতা এ্যানি

ছবিঃ সংগৃহীত

তিন দফা দাবিতে চলমান এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে জাতীয় শহীদ মিনারে গিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি শহীদ মিনারে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বক্তব্য দেন।

এর আগে, সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে শহীদ মিনারে যাবেন। পরে দুপুরে তিনি সেখানে গিয়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের পাশে দাঁড়ান।

শিক্ষকরা এদিন আমরণ অনশনসহ নবম দিনের কর্মসূচি পালন করেন। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা শহীদ মিনার প্রাঙ্গণে এসে যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে বাড়তে থাকে শিক্ষকদের উপস্থিতি।

জানা যায়, শিক্ষকরা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছেন—
১. এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,
২. বেতন কাঠামো ও ভাতা সরকারি শিক্ষকদের সমপর্যায়ে আনা,
৩. অবসর ভাতা ও উৎসব ভাতার জটিলতা নিরসন।

এর আগে শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থ উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। পাশাপাশি আগামী ২২ অক্টোবর তিনি আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, “ডিএমপি কমিশনার আমাদের সঙ্গে যোগাযোগ করে সময় চেয়েছেন। আমরা সোমবার (২০ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে লাখো শিক্ষকের অংশগ্রহণে সমাবেশ আয়োজন করছি।”

আমার ক্যাম্পাস

Link copied!