বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। শুক্রবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। অনশনরত শিক্ষকদের পাশে হাজির হন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা, যারা আন্দোলন অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।
রবিবার ভোরে শহীদ মিনারে এসে শিক্ষকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ ও ডা. তাসনিম জারা তাদের সমর্থন ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ওই ভিজিট ও পরামর্শের ছবি–বিবরণ শেয়ার করেছেন আন্দোলনের সংগঠক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
আন্দোলনকারীরা আজ (রবিবার) শহীদ মিনার থেকে শিক্ষা ভবন পর্যন্ত ‘ভূখা মিছিল’ করার ঘোষণা দিয়েছেন। মিছিল অংশগ্রহণকারীরা খালি থালা ও প্লেট হাতে নিয়ে তুলে গণসচেতনতা সৃষ্টি করবেন। আন্দোলনের সংগঠকরা জানান, ভূখা মিছিলের মাধ্যমে তারা তাদের দাবির গুরুত্ব তুলে ধরবেন এবং সরকারের আগ্রহ আকর্ষণ করবেন।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “ইতোমধ্যে আমাদের শতাধিক শিক্ষক অবস্থান ও অনশন চালাচ্ছে; অনশনকারীর সংখ্যা প্রায় ১০০ জন। বাড়িভাড়া ২০ শতাংশ বাড়ানো মানোয় আমরা আপস করব না; ১৫০০ টাকা মেডিকেল ভাতা নিশ্চিত করতে হবে—এখানে কোনও ছাড় দেওয়া হবে না। যতক্ষণ না দাবি আদায় হবে, ততক্ষণ শিক্ষকেরা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে রক্তও দেব, তবু দাবি আদায় করে ছাড়ব।”
শিক্ষকদের মূল তিন দফা দাবির মধ্যে রয়েছে— (১) বেতনভাতা ও ভাতার কাঠামো পুনর্নির্ধারণ, (২) এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণ, ও (৩) শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। আন্দোলন শুরু হওয়ার পর থেকেই অনেকে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা সেবার ব্যবস্থাও নেয়া হয়েছে বলে সংগঠকরা জানান।
গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়ার পর শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া শুরু করেন। ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সমাবেশে পুলিশি লাঠিচার্জের ঘটনার পর থেকে আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং শহীদ মিনারকে কেন্দ্র করে অনশন কর্মসূচি শুরু হয়।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, শিক্ষা খাতের ন্যায্যতার দাবিই তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেছেন যে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকারের তরফ থেকে সমাধানমূলক পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :