ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কোনো বাঁকা পথে যাবে না নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

কোনো বাঁকা পথে যাবে না নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল

ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি বলেন, “সারা পৃথিবীর মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচনকে যেনতেনভাবে হতে দেওয়া যাবে না। এটা পরিষ্কার যে, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে—এ নিয়ে কারও কোনো সন্দেহ নেই। নির্বাচন আয়োজনে কমিশন কোনো বাঁকা পথে যাবে না, কারও পক্ষে বা উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করবে না। এটা আমাদের অঙ্গীকার, এবং এই সাহস কমিশনের আছে।”

শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা এফআইভিডিবি হলরুমে “নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে সুনামগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়।

ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এটা একেবারে পরিষ্কার বার্তা। সরকার এ বিষয়ে খুবই সচেতন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।”

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে আছে। আপনারা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব পরিবেশ পাবেন। নির্বাচন বাস্তবায়নকারী কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমাদের পরিষ্কার ও নিরপেক্ষ থাকতে হবে, সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ, আনসারসহ সব বাহিনী আপনাদের পাশে থাকবে।”

তিনি আরও জানান, সুনামগঞ্জের ৫০৯টি দুর্গম কেন্দ্রের জন্য আলাদা বাজেট বরাদ্দ করা হবে।

নির্বাচন কমিশনার বলেন, “কেউ যদি এই নির্বাচনকে কলঙ্কিত বা কলুষিত করার চেষ্টা করে, তাকে রেহাই দেওয়া হবে না। পরিষ্কার ঘোষণা—যে-ই হোন না কেন, যত ক্ষমতাশালীই হন না কেন, নির্বাচন কমিশন কোনো আপস করবে না। এবারের ধারণা হচ্ছে—আমাদের প্রিজাইডিং অফিসাররাই হচ্ছেন মাঠপর্যায়ের প্রধান নির্বাচন কমিশনার। আমরা তাদের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। আয়োজনে ছিল সিবিপিইপি প্রকল্প, সহযোগিতায় দ্য বেলট অ্যান্ড ড্রিপ প্রকল্প। সঞ্চালনা করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান ও মধ্যনগর উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী কর্মকর্তা ইফতেকারুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এবং নির্বাচন কমিশনের উপসচিব মো. মোস্তফা হাসান। এছাড়া ইটিআই প্রশিক্ষণ পরিচালক মো. আতিয়ার রহমান, উপসচিব মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, নিকসের সিনিয়র সহকারী প্রধান মাহবুবুর রহমানসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

আমার ক্যাম্পাস

Link copied!