ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

রক্ত দিতে আমরা থাকবো, ক্ষমতায় গেলে আমাদের কোথাও নেই—হাসনাত আব্দুল্লাহ

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

রক্ত দিতে আমরা থাকবো, ক্ষমতায় গেলে আমাদের কোথাও নেই—হাসনাত আব্দুল্লাহ

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন, “রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না।” শনিবার (১৮ অক্টোবর) তিনি ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন।

পোস্টে দুটি ছবি যুক্ত করা হয়। একটি ছবিতে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের শুরুর দিকে নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ তৎকালীন অনেক সমন্বয়কদের সঙ্গে ছবি তুলেছেন। অন্য ছবিতে দেখা যায়, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার হাসোজ্জল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা।

হাসনাত আব্দুল্লাহ পোস্টে ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করেন, দেশের সরকারের কর্মকাণ্ডে ছাত্র-জনতার আন্দোলন সংশ্লিষ্টদের গুরুত্ব না দিয়ে রাজনৈতিক দলের নেতাদেরই গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি লেখেন, “এই দেশ এখন পর্যন্ত একমাত্র দৃশ্যমান সংস্কার প্রত্যক্ষ করেছে যা আপনি এই ছবিতে দেখছেন। রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। পুনরাবৃত্তি!”

এই মন্তব্যে তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে ছাত্র আন্দোলন ও সাধারণ সমন্বয়কারীদের অবমূল্যায়ন নিয়ে নিজের ভোগান্তি প্রকাশ করেছেন।

আমার ক্যাম্পাস

Link copied!