চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে বিএনপির চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম সলকের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনের হাতে হাত রেখে তারা দলের আনুষ্ঠানিক সদস্যপদ গ্রহণ করেন। অনুষ্ঠানে যোগদানকারী নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন দলীয় নেতারা। পরে এক সংক্ষিপ্ত নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল।
বিএনপি থেকে জামায়াতে যোগদানকারী জাহিদুল ইসলাম সলক বলেন, “দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম, কিন্তু এখন আর দলের প্রতি আগের মতো আস্থা ও বিশ্বাস নেই। তাই জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেন, “জনগণের বিশ্বাস অর্জনের জন্য ইসলামভিত্তিক ন্যায় ও মূল্যবোধের রাজনীতি অপরিহার্য। জামায়াতে ইসলামী সেই আদর্শেই কাজ করে। যারা বিএনপিসহ অন্য দল থেকে আমাদের দলে যোগ দিয়েছেন, তারা সঠিক পথে এসেছেন। আমরা একসঙ্গে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমরা সহযোদ্ধার মতো সবাইকে গ্রহণ করেছি, কাউকে একা ফেলে রাখব না। জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থাকবে।”
আপনার মতামত লিখুন :