ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

৫০ প্রতীকের মধ্যে বিকল্প বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫

৫০ প্রতীকের মধ্যে বিকল্প বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন

ছবিঃ সংগৃহীত

পছন্দের প্রতীক ‘শাপলা’ নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় তা পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের জন্য কমিশন ৫০টি বিকল্প প্রতীকের তালিকা দিয়েছে, যার মধ্যে রয়েছে বেগুন, লাউ, চিংড়ি, খাট, থালা, বালতি প্রভৃতি।

ইসি জানিয়েছে, আগামী ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে তালিকার মধ্য থেকে একটি প্রতীক বেছে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প প্রতীক না বাছাই করলে কমিশন নিজ উদ্যোগে দলের প্রতীক নির্ধারণ করবে।

এদিকে এনসিপি এখনও শাপলা প্রতীক পাওয়ার দাবিতে অনড় অবস্থানে আছে। দলটির নেতারা জানিয়েছেন, তারা শাপলা প্রতীক নিয়েই মাঠে রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবেন। ইতোমধ্যে এ প্রতীক নিয়েই তারা প্রচারণা শুরু করেছেন।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। ১৯ অক্টোবরের মধ্যে তারা বিকল্প প্রতীক জানাবে, না হলে ইসি নিজ উদ্যোগে প্রতীক নির্ধারণ করবে।’

তিনি আরও বলেন, ‘কমিশনের মতে, শাপলাকে নতুন করে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।’

নির্বাচন কমিশনের চিঠিতে দেওয়া ৫০টি প্রতীকের তালিকায় রয়েছে—আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

আমার ক্যাম্পাস

Link copied!