রাজধানীর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় টানা তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার পরপরই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, রাত ১০টা ৭ মিনিটের দিকে কারওয়ান বাজার দিক থেকে আসা তিনজন মোটরসাইকেল আরোহী ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশ ও স্থানীয়দের ধাওয়া খেয়ে তারা রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও দুটি বিস্ফোরণ ঘটায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় এক যুবককে আটক করা হয়। তার নাম আরিফুর রহমান হৃদয়, বাড়ি পিরোজপুর জেলায়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে তিনি একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মী বলে জানা গেছে।
ঘটনার পর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করে। ওসি ইমাউল হক বলেন, “আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অন্য দুই সহযোগীকে শনাক্তের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :