ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জামায়াতে ইসলামী

চট্টগ্রামস্থ বাউফলবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

চট্টগ্রামস্থ বাউফলবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবিঃ আমার ক্যাম্পাস

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে চট্টগ্রামস্থ বাউফলবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মহানগরী আবদুল্লাহ কনবেনশন হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। নাসির উদ্দিন শিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগরী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মাদ নজরুল ইসলাম, চট্টগ্রাম ১১ ও ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম ও অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, এসিস্ট্যান্ট সেক্রেটারি চট্টগ্রাম মহানগর ফয়সাল মোহাম্মদ ইউনুস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সোহরাব হোসেন, উত্তর আগ্রাবাদ ২৪ নং আমির ইমরানুল হক, নয়া দিগন্ত পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান সোহাগ, ডবল মুরিং থানা আমি ফারুক আজম, ইপিজেড থানা বাইতুলমাল সম্পাদক রুহুল আমিন ও মোহাম্মদ কালাম মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “দেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণ বৈষম্যমুক্ত ও স্থিতিশীল একটি বাংলাদেশ প্রত্যাশা করেছিল। কিন্তু জাতি হতাশ হয়েছে কারণ ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে আবার দ্বিধা ও বিভক্তির পথ বেছে নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি রোধ করতে প্রতিটি ভোটারের সচেতনতা গুরুত্বপূর্ণ। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন সততার সঙ্গে, সুষ্ঠু ও জনমতের প্রতিফলন অনুযায়ী আয়োজন করতে হবে।”

আমার ক্যাম্পাস

Link copied!