ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় গোপালগঞ্জের ৭ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১১ জন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫

রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় গোপালগঞ্জের ৭ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১১ জন

ছবিঃ সংগৃহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে আগত গোপালগঞ্জের কোটালীপাড়ার সাতজন ছাত্রলীগ নেতা ও কর্মীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিসি তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টি, নাশকতা ও জনমনে ভীতি সৃষ্টির পরিকল্পনা করছিল। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে তারা সংগঠিত হয়ে ঢাকায় আসে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে আটক করে।

তিনি আরও বলেন, “ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো চেষ্টার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নাশকতামূলক কর্মকাণ্ড বা জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কোনো কার্যক্রম সহ্য করা হবে না।”

গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু নাশকতা পরিকল্পনার নথিপত্র ও যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া গেলে অভিযানে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আমার ক্যাম্পাস

Link copied!