ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ছাত্রদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল, অতঃপর..

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫

ছাত্রদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল, অতঃপর..

ছবিঃ সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ছাত্রদল নেতা এনামুল হকের গাঁজা সেবনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদল জানিয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পর নেতার আচরণে তীব্র সমালোচনা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কারণে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এনামুল হককে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। এনামুল হক বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার গোয়ালিফা মহল্লার বাসিন্দা এবং আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মৌখাড়া বাজারসংলগ্ন বড়াল নদীর ধারে এনামুল হক এক ব্যক্তির সঙ্গে বসে গাঁজা সেবন করেন। সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশের পর জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জেলা ছাত্রদল দপ্তর সম্পাদক আসিফ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, “সংগঠনের ভাবমূর্তি নষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকায় এনামুল হককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সকল দলীয় নেতাকর্মীকে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখার অনুমতি দেওয়া হবে না।”

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন, “ছাত্রদলের কোনো নেতাকর্মী মাদকসেবনের সঙ্গে জড়িত থাকতে পারে না। এনামুল হকের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই তাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।”

আমার ক্যাম্পাস

Link copied!