রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশনের উত্তর পাশে এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গেণ্ডারিয়া থানার ওসি গোলাম মর্তুজা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে প্রথমে ধর্ষণ করে পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাত ৩টা থেকে ৪টার মধ্যে তিনি রেলস্টেশনের আশপাশে একা হাঁটাহাঁটি করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর রাতের কোনো এক সময় তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়। নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি রেলস্টেশন থেকে প্রায় দুইশ গজ উত্তরে পড়ে ছিল।
ঘটনাস্থলে গিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর ফরেনসিক টিম আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষার চেষ্টা করে, তবে কোনো তথ্য মিলেনি। আশপাশের লোকজনও তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের পরনে ছিল খয়েরি রঙের সালোয়ার, সাদা ফুলের নকশাযুক্ত কামিজ ও ওড়না। প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :