ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস

ছবিঃ সংগৃহীত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুরের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে, যা সাময়িক ঝড়ো পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

আমার ক্যাম্পাস

Link copied!