ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
ফেসবুক পোস্টের জের ধরে

চাঁদপুরে বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ১৫

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫

চাঁদপুরে বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ১৫

ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয়রা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার একটি ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে পালিশারা শাহ মিরান মিরা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে ওই ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে তাঁকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে বিএনপি কর্মীদের ওপর জামায়াতকর্মীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন বিএনপি নেতা-কর্মী আহত হন।

অন্যদিকে জামায়াতের দাবি, ছবিটি শেয়ার করার পরপরই তা মুছে ফেলা হয় এবং ইলিয়াস হোসেন প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। মসজিদ কমিটি বিষয়টি নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে বিএনপি কর্মীরা ইলিয়াসের ওপর চড়াও হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে জামায়াতেরও ১০ থেকে ১২ জন আহত হয়।

সংঘর্ষে আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির ইউনিয়ন যুবদল নেতা নেছার আহম্মেদ অভিযোগ করেন, জামায়াত কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। অন্যদিকে উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন বলেন, ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল, কিন্তু বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও থানায় কোনো অভিযোগ জমা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!