ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মিরপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫

মিরপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বাসের চালক জানান, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন লোক হাত তুলে গাড়ি থামানোর ইশারা দেন। বাস থামানোর পর তারা চালক ও তার সহকারীকে মারধর করে বাস থেকে নামিয়ে দেন। ওই সময় যাত্রীরা আতঙ্কে দ্রুত বাস থেকে নেমে যান। এরপর দুর্বৃত্তরা বাসের সামনের কাচের দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং পরে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামের এক ব্যক্তি চাঁদাবাজির জন্য তাদের কর্মচারীদের ওপর হামলা চালিয়েছিল। তারা দাবি করছেন, বর্তমান ঘটনাটির সঙ্গেও ওই ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে।

আমার ক্যাম্পাস

Link copied!