ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

হোটেলে অনৈতিক কার্যকলাপ; চার নারী আটক, মালিক পলাতক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫

হোটেলে অনৈতিক কার্যকলাপ; চার নারী আটক, মালিক পলাতক

ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী পৌরসভার হেতালিয়াবাধঘাট সংলগ্ন এলাকায় অবস্থিত ‘হোটেল মালয়েশিয়া’ আবারও আলোচনায় এসেছে। বহুদিন ধরে এ হোটেলটিকে কেন্দ্র করে নানা অভিযোগ থাকলেও, সম্প্রতি এটি দেহব্যবসার আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে তথ্য মিলেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চার নারীকে আটক করে। তবে হোটেলের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের মালিক রনি বিশ্বাস দীর্ঘদিন আগে ‘হোটেল বিশ্বাস’ নামে ব্যবসা পরিচালনা করতেন। অতীতে দেহব্যবসার অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হোটেলটি সিলগালা করেন। পরবর্তীতে তিনি আবার নতুন নামে ‘হোটেল মালয়েশিয়া’ চালু করেন।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচিতি ও স্থানীয় প্রভাবের কারণে রনির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এক সময় তিনি আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালালেও বর্তমানে বিএনপি–সংশ্লিষ্ট পরিচয় দিয়ে থাকেন এবং নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা দাবি করেন।

এদিকে হোটেলে অনৈতিক কার্যকলাপের ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়রা দ্রুত মালিককে গ্রেফতার করে হোটেলের অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন।

আমার ক্যাম্পাস

Link copied!