বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আভাস দিয়েছে মার্কিন নৌবাহিনীর পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC)। বুধবার (১ অক্টোবর) সামাজিক মাধ্যমে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
তিনি বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মার্কিন সংস্থা।
তবে পলাশ জানান, ভারত ও বাংলাদেশে এখনও বর্ষা মৌসুম চলমান। সাধারণত বর্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ থাকে না। ফলে সম্ভাবনা রয়েছে, এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে।
তিনি আরও বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে আগামী ৬ অক্টোবর পর্যন্ত ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের নাম প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যদি নিম্নচাপটি শেষ পর্যন্ত রেকর্ড ভঙ্গ করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর নাম হবে ‘শক্তি’।
আপনার মতামত লিখুন :