ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
জাতীয় পার্টি

জাপার নিবন্ধন ও লাঙল প্রতীক জি এম কাদেরের নেতৃত্বেই বহাল থাকবে: রেজাউল ইসলাম

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫

জাপার নিবন্ধন ও লাঙল প্রতীক জি এম কাদেরের নেতৃত্বেই বহাল থাকবে: রেজাউল ইসলাম

ছবিঃ সংগৃহীত

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, দলের নিবন্ধন ও লাঙল প্রতীক বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের নামেই বহাল রয়েছে এবং সেটিই বহাল থাকবে।

রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় জি এম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বাধীন জাপার প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

রেজাউল ইসলাম বলেন, সম্প্রতি বহিষ্কৃত কিছু ব্যক্তি নিজেদের কাউন্সিল করে জাতীয় পার্টির নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছেন। তবে এ দাবি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। তার বক্তব্য অনুযায়ী, “ওই কাউন্সিল কোনোভাবেই বৈধ নয়। এটি চেয়ারম্যান অনুমোদন করেননি, প্রেসিডিয়াম থেকেও অনুমোদন দেওয়া হয়নি। তাই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি।”

তিনি জানান, নির্বাচন কমিশন তাদের লিখিত দরখাস্ত গ্রহণ করেছে এবং আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা করবে বলে জানিয়েছে।

রেজাউল ইসলাম আরও বলেন, জাতীয় পার্টির নিবন্ধন নম্বর ১২ এবং প্রতীক লাঙল। এ দলের দশম সম্মেলন এখনও হয়নি। তবুও দলটির সব কার্যক্রম জি এম কাদেরের নেতৃত্বেই চলছে। তিনি উল্লেখ করেন, গত জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং সিটি করপোরেশন নির্বাচনে জি এম কাদেরের নেতৃত্বে লাঙল প্রতীকে প্রার্থীরা অংশগ্রহণ করেছেন এবং নির্বাচিতও হয়েছেন। ফলে আইনগতভাবেই বিষয়টি স্পষ্ট যে নিবন্ধন ও প্রতীক জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাছেই বহাল থাকবে।

তিনি আরও বলেন, যারা নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছেন, তাদের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই কমিশন আনুষ্ঠানিকভাবে অবস্থান পরিষ্কার করবে।

আমার ক্যাম্পাস

Link copied!