ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
আজিমপুরে

হাজী সেলিমের ভবন ঘিরে যৌথবাহিনী, গোপন কক্ষ থেকে যা মিললো

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫

হাজী সেলিমের ভবন ঘিরে যৌথবাহিনী, গোপন কক্ষ থেকে যা মিললো

ছবিঃ সংগৃহীত

রাজধানীর আজিমপুরের দায়রাশরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের মালিকানাধীন একটি ভবনকে ঘিরে অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভবনটি ঘিরে অবস্থান নিতে দেখা যায়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে একটি গোপন কক্ষ আবিষ্কার করা হয়। সেখান থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো পাওয়া গেছে।

গাড়িগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। তবে তিনি গাড়িগুলোর মালিকানা বা ব্যবহারকারীদের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি বলে জানা গেছে।

অভিযান শেষে গণমাধ্যমকর্মীরা বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় কৌতূহল সৃষ্টি হয়েছে। তারা জানান, বহুতল এ ভবনে দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির যাতায়াত ছিল। তবে গোপন কক্ষে এ ধরনের বিলাসবহুল গাড়ি রাখা হয়েছে—এ তথ্য আগে কারও জানা ছিল না।

আমার ক্যাম্পাস

Link copied!