ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামে

ঢাবি ছাত্রীর নামে ভাইরাল ধর্ষণ ভিডিও নিয়ে পুলিশের স্পষ্টীকরণ

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫

ঢাবি ছাত্রীর নামে ভাইরাল ধর্ষণ ভিডিও নিয়ে পুলিশের স্পষ্টীকরণ

ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দাবি করা হয়, চট্টগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। বিষয়টি ভাইরাল হওয়ার পর চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল তদন্তে নামে।

তদন্তে জানা যায়, ভিডিওটি আসলে গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় সংঘটিত একটি পারিবারিক বিরোধের সময় ধারণ করা। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নওরিন সুলতানা (২৪) নামের এক তরুণী ও তার পরিবারের ওপর তাদের আত্মীয়রা হামলা চালায়। এ ঘটনায় নওরিন, তাঁর মা ও ভাই আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

পুলিশ জানায়, নওরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন; তিনি চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিবিএ (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্রী। ঘটনাটির সঙ্গে ধর্ষণের কোনো অভিযোগ বা প্রমাণের মিল পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে ছড়ানো এ সংক্রান্ত তথ্যকে পুলিশ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে উল্লেখ করেছে।

এ ঘটনায় নওরিন সুলতানার দায়ের করা এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং ২১(৯)২৫)। দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৩৫৪/৫০৬ ধারায় এ মামলা গ্রহণ করা হয়। তদন্তকারী কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এটি সম্পূর্ণ পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ, যেখানে অভিযুক্তরা ভুক্তভোগীর মামা ও অন্যান্য আত্মীয়।

চট্টগ্রাম জেলা পুলিশ জনগণকে সতর্ক করে বলেছে, যাচাই না করে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার ক্যাম্পাস

Link copied!