ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া

কুষ্টিয়ায় সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাট, তিনজন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫

কুষ্টিয়ায় সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাট, তিনজন গ্রেপ্তার

ছবিঃ প্রতীকী

কুষ্টিয়ার দৌলতপুরে এক ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে এক নারীকে তার তিন বছরের সন্তানের সামনে ধর্ষণ করা হয়েছে এবং ঘরের মালামাল লুট করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনা ঘটেছে গত ১৫ সেপ্টেম্বর রাতে। অভিযুক্তরা হলেন লাবু (৩৬), তারিখ (৪২) ও সুবেল (৩৫)। তারা ভুক্তভোগী নারীর বাড়িতে প্রবেশ করে তার স্বামী ও দেবরের হাত-পা বেঁধে ফেলে। পরে তারা নারীকে ধর্ষণ করতে চায়, কিন্তু স্বামী বাধা দেন। এরপর তারা তিন বছরের শিশুর গলায় অস্ত্র ধরে নারীকে ধর্ষণ করে।
ঘটনার সময় আসামিরা ঘরের স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে। পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে নারী ও তার স্বামীকে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনার পর ভুক্তভোগী নারী ধর্ষণের মামলা এবং তার শ্বশুর ডাকাতির মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ কালবেলাকে জানান, “মামলার পরপরই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কেউ রক্ষা পাবে না। অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত সবাইকে গ্রেপ্তার করা হবে।”
স্থানীয়রা এই ঘটনার পর নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন।

আমার ক্যাম্পাস

Link copied!