ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

রায়পুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হামলা, প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫

রায়পুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হামলা, প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ছবিঃ আমার ক্যাম্পাস

লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর থানা সংলগ্ন মেইন সড়কে মানববন্ধন এবং পরে রায়পুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আল আমিন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত হাসান আহমেদের ছেলে।

অভিযোগে বলা হয়, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রায়পুর বাজার এলাকায় মো. আল আমিন অবস্থান করছিলেন। এসময় পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। আল আমিন টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি তাকে গালাগাল করেন, প্রাণনাশের হুমকি দেন এবং মারধর করে আহত করেন। স্থানীয়রা পরে তাকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।

ব্যবসায়ী আল আমিন জানান, তিনি দীর্ঘদিন ধরে পীর ফয়জুল্লাহ রোড এলাকায় নির্মাণ সামগ্রীর ব্যবসা করছেন। কিন্তু মাসুদ রানা এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মাদক ও নানা অপরাধমূলক কাজে জড়িত। চাঁদা দিতে অস্বীকার করায় তার ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া পরবর্তীতে উল্টো তার বিরুদ্ধেই মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মুক্তা অভিযোগ করে বলেন, মাসুদ রানা ও তার স্ত্রী কুসুম আক্তারের অসামাজিক কর্মকাণ্ডের কারণে তারা শান্তিতে বসবাস করতে পারছেন না। অপর এক বাসিন্দা জাহিদ জানান, সম্প্রতি এলাকাবাসীর ৫৭ জন স্বাক্ষর করে এ দম্পতির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় ব্যবসায়ী আল আমিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত মো. মাসুদ রানা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আমার ক্যাম্পাস

Link copied!