ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কেউ ঠেকাতে পারবে না: প্রেস সচিব

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কেউ ঠেকাতে পারবে না: প্রেস সচিব

ছবিঃ আমার ক্যাম্পাস

বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা ঠেকানোর সাধ্য কারও নেই।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোণার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচন প্রস্তুতি নিচ্ছে। যারা এখনো ভোট নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বা নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা আসলে স্বৈরাচারের সহযোগী।

তিনি আরও বলেন, পতিত সরকারের আমলে যারা সুবিধাভোগী ছিল, তারাই এখন নির্বাচনের বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের কথায় কোনো প্রভাব পড়বে না, কারণ জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী।

আমার ক্যাম্পাস

Link copied!