ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

ছয় মাসের জামিনে মুক্ত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫

ছয় মাসের জামিনে মুক্ত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

ছবিঃ সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসনের হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

আবেদনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।

এর আগে গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। মামলাটি দায়ের করেছিলেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন—মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহাম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

আমার ক্যাম্পাস

Link copied!