গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন জাহিদুল আহসান জিহাদ (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী। রবিবার (১৯ অক্টোবর) রাতে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া সফিউদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০) ও আলামিন (২৪)। তারা টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। অপর এক সন্দেহভাজনকে এখনো শনাক্ত করা যায়নি।
নিহত জাহিদুল আহসান জিহাদ আউচপাড়া মোল্লা বাজার এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে জিহাদ তার মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে কলেজের সেশন ফি রকেটের মাধ্যমে জমা দিতে বের হন। পথে আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের একটি গলিতে ঢোকার সময় ৪–৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। জিহাদের সঙ্গে থাকা বন্ধু রহমান ও আরিফ দৌড়ে পালিয়ে গেলেও জিহাদকে একা পেয়ে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়।
ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে জিহাদকে ছুরিকাঘাত করে এবং টাকাসহ তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত অবস্থায় জিহাদ কিছুদূর দৌড়ানোর চেষ্টা করলেও রক্তক্ষরণে ফুটপাতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছাকাছি একটি হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পর রাত দেড়টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “ছুরিকাঘাতে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
আপনার মতামত লিখুন :