পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জোবায়েদ হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সোমবার (২০ অক্টোবর) সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সারাদেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিক্ষোভ মিছিল করবে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে স্থানীয় ইউনিটগুলো এ কর্মসূচি বাস্তবায়ন করবে।
এর আগে, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসায় জোবায়েদ হোসেনকে খুন করা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল ছিল তিনতলার একটি ফ্ল্যাট, যেখানে রক্তের দাগ পাওয়া গেছে নিচতলা থেকে সিঁড়ির উপরের ধাপ পর্যন্ত। তিনতলার সিঁড়িতে উপুড় হয়ে পড়ে ছিল জোবায়েদের নিথর দেহ।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে তাতীবাজার মোড় অবরোধ করে রাখে। রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত তারা ওই এলাকায় অবস্থান নেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব দাও’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এদিকে রাত ১১টার দিকে পুলিশের পক্ষ থেকে জোবায়েদের সঙ্গে থাকা ছাত্রী বর্ষাকে হেফাজতে নেয়া হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশ প্রটোকলে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাটির বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
রাত ১০টা ৫০ মিনিটে খুনের শিকার জোবায়েদ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায় পুলিশ।
আপনার মতামত লিখুন :