জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই সনদ স্বাক্ষর’ অনুষ্ঠানের মঞ্চ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে ‘জুলাই যোদ্ধা’, শহীদ পরিবার ও আহতদের একটি দল মঞ্চের সামনে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
আন্দোলনকারীরা সংসদ ভবন এলাকা থেকে সরে এসে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের গাড়ি, বাস ও ট্রাকে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশ লাঠিচার্জও করে। এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকেও ইট-পাটকেল ছোড়া হয়। সংসদের দক্ষিণ গেটের সামনে তাবু ও মূল সড়কের বিভিন্ন স্থানে আগুন লাগিয়ে উত্তেজনা সৃষ্টি করা হয়।
দুপুর ২টা ১০ মিনিটের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং সংসদ ভবন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আসে। সংসদের সামনের রাস্তা দিয়ে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী মঞ্চ ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়। খামারবাড়ি সড়কেও পুলিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সেখানে আরও কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যানারে একটি দল জুলাই সনদের দাবিতে মঞ্চে অবস্থান নেয়। আন্দোলনকারীদের দাবি, সরকার যেন জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেয়। তবে অবস্থান কর্মসূচির একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়।
আপনার মতামত লিখুন :