ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

সব অপকর্মকারীর বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেওয়া হবে: সারজিস আলম

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫

সব অপকর্মকারীর বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেওয়া হবে: সারজিস আলম

ছবিঃ সংগৃহীত

যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা—তাদের বাবা-মায়ের নাম ও ঠিকানাসহ তালিকা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার এবং গণ পরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “পঞ্চগড় জেলা ছাত্রদল এখন স্কুলগুলোতে কমিটি করছে। যে সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ দেখাতে পারেনি, সেই সাহস করছে চব্বিশ-পরবর্তী বাংলাদেশে ছাত্রদল। কিন্তু এই দেশের কোনো স্কুল-কলেজে ছাত্র রাজনীতির নামে লেজুড়বৃত্তি চলবে না। আহ্বায়ক কমিটির নামে বিএনপির অযোগ্য লোকজন সভাপতি হয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, যা মেনে নেওয়া হবে না।”

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আমাদের সামনে এখন ডু অর ডাই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন হয় আমরা থাকব, নয়তো গণহত্যাকারী ও তাদের লোকজন থাকবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানা চেষ্টা চলছে। কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট—যারা বাংলাদেশবিরোধী রাজনৈতিক দল, যেমন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, তারা এই দেশে রাজনীতি করতে পারবে না।”

তিনি আরও বলেন, “গণ অভ্যুত্থানের পর থেকেই আমরা বলে আসছি—বাহাত্তরের সংবিধান আর চলবে না। এখন নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আওয়ামী লীগ জনগণের ওপর যে সংবিধান চাপিয়ে দিয়েছিল, সেটিতে এক ব্যক্তি ও এক দলকে সব ক্ষমতা দেওয়া হয়েছিল। বর্তমান নির্বাচনের আয়োজনও একটি দলকে ক্ষমতায় আনতেই করা হচ্ছে। তাই আমরা সংবিধান পরিবর্তনসহ দেশ পরিচালনায় গণ পরিষদ নির্বাচনের দাবি জানাই।”

অনুষ্ঠানে পঞ্চগড়ের এনসিপি এবং জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার ক্যাম্পাস

Link copied!