ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নোবেল জয়ী মাচাদোকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

নোবেল জয়ী মাচাদোকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

ছবিঃ সংগৃহীত

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মাচাদো সাহস, স্থিতিশীলতা ও জনগণের প্রতি অবিচল দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ। কঠোর দমননীতি ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য তার সংগ্রাম সত্যিই অনুপ্রেরণাদায়ক।

তিনি বলেন, “মাচাদো এমন এক সময়ে নেতৃত্ব দিয়েছেন, যখন স্বাধীনতা ও মানবাধিকার হুমকির মুখে ছিল। তার দৃঢ় অবস্থান ও ত্যাগ বিশ্বজুড়ে গণতন্ত্রকামী মানুষদের জন্য আশার প্রতীক।”

ইউনূস আরও বলেন, নোবেল কমিটির এ স্বীকৃতি আমাদের মনে করিয়ে দেয় যে, গণতন্ত্র ও স্বাধীনতা কখনোই স্বতঃসিদ্ধ নয়। এগুলো রক্ষা করতে হয় সাহস, ন্যায়বোধ ও দৃঢ় সংকল্পের মাধ্যমে।

আমার ক্যাম্পাস

Link copied!