আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের মধ্যেই অধিকাংশ আসনের প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে প্রার্থীদের সেই সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে “সবুজ সংকেত” বা অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র জানায়, বৈঠকে আসনভিত্তিক প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা জানান, সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাইয়ের কাজ অনেক দূর এগিয়েছে। এখন প্রায় সব নির্বাচনী এলাকার মাঠপর্যায়ের তথ্য যাচাই করা হচ্ছে। এর ভিত্তিতে অক্টোবরের মধ্যেই অধিকাংশ আসনে একক প্রার্থীর নাম চূড়ান্ত করে সংশ্লিষ্টদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে।
বৈঠকে অংশ নেওয়া নেতারা বলেন, দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সাংগঠনিক অবদান, জনসমর্থন, অতীত রাজনৈতিক ভূমিকা এবং স্থানীয় নেতাদের মতামত বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি যেসব আসনে একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন, সেখানে সমঝোতা ও সংগঠনভিত্তিক জরিপের ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে।
বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন, প্রার্থিতা চূড়ান্ত করার এই প্রক্রিয়া সম্পন্ন হলে কেন্দ্র থেকে ধাপে ধাপে জেলার নেতাদের জানানো হবে। এতে আসনভিত্তিক অভ্যন্তরীণ প্রতিযোগিতা ও বিভাজনও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
দলের নীতিনির্ধারকরা মনে করছেন, আগেভাগে প্রার্থী চূড়ান্ত করে মাঠপর্যায়ে প্রচার, ভোটার যোগাযোগ এবং সাংগঠনিক প্রস্তুতি নেওয়া গেলে নির্বাচনে ভালো ফলাফল অর্জনের সম্ভাবনা বাড়বে।
বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন সামনে রেখে দলটি ইতোমধ্যে সাংগঠনিক পর্যায়ে প্রার্থী চূড়ান্তের নির্দেশনা পাঠিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যেই অধিকাংশ প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন :