ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

শিবিরের আয়োজিত অনুষ্ঠানের ছবি ছাত্রদলের অফিশিয়াল পেজে প্রকাশ নিয়ে বিতর্ক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫

শিবিরের আয়োজিত অনুষ্ঠানের ছবি ছাত্রদলের অফিশিয়াল পেজে প্রকাশ নিয়ে বিতর্ক

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত এক দোয়া মাহফিলের ছবি নিজেদের আয়োজন হিসেবে প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ—এমন অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের অংশ হিসেবে ইনস্টিটিউটের মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে ছাত্রশিবিরের কক্সবাজার পলিটেকনিক শাখা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আইয়ুব আনসারী।

বেলা আড়াইটায় শিবিরের পেজে অনুষ্ঠানটির ছবি প্রকাশের আধা ঘণ্টা পর ছাত্রদলের কেন্দ্রীয় পেজে একই ছবিগুলো “ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল” বলে পোস্ট করা হয়।
ছাত্রদলের ক্যাপশনে লেখা হয়—

“শহীদ বুয়েট ছাত্র আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।”

অন্যদিকে শিবিরের পোস্টে উল্লেখ ছিল—

“শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।”

বিষয়টি নিয়ে প্রশ্ন করলে মোহাম্মদ আইয়ুব আনসারী বলেন,

“আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শিবিরের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আমি সেখানে প্রধান অতিথি ছিলাম। শেষ দিকে ছাত্রদলের কয়েকজন এসে দোয়ায় শরিক হন, এরপরই আমি অন্য কর্মসূচিতে চলে যাই। পরে দেখি সেই একই ছবি ছাত্রদল তাদের পেজে নিজেদের আয়োজন হিসেবে প্রচার করেছে।”

তিনি আরও বলেন,

“কক্সবাজার পলিটেকনিকে ছাত্রদলের কোনো কমিটি নেই। তবু তারা আমাদের প্রোগ্রামে এসে নিজেদের প্রচারের জন্য ছবি ব্যবহার করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা।”

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিবিরের নেতারা একে “ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা” বলে অভিযোগ করেছেন, তবে ছাত্রদল এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।

আমার ক্যাম্পাস

Link copied!