ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই: সারজিস

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫

মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই: সারজিস

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,

“যারা শহীদের রক্তের বিনিময়ে পাওয়া দায়িত্ব পালনে ভয় পান, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, বাংলাদেশের মানুষ তাদের খুঁজে বের করবে।”

মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হলেও “শাপলা প্রতীক নিয়ে আচরণে” তারা স্বেচ্ছাচারিতা করছে।
তিনি দাবি করেন, শাপলা প্রতীকে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই, অথচ কমিশনের আচরণে মনে হচ্ছে “কোনো চাপ বা প্রভাব” কাজ করছে।

এনসিপি নেতা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নভেম্বরের মধ্যে সব জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন,

“বাংলাদেশে আওয়ামী লীগের যেকোনো ভার্সন অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে প্রাসঙ্গিক নয়।
দেশের ভালো মানুষরা চাইলে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে পারেন।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিন।
এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

আমার ক্যাম্পাস

Link copied!