ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শহীদ আবরার ফাহাদের শাহাদাত দিবস উপলক্ষে আগামী ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন,
“আবরার ফাহাদের শাহাদাত কেবল একটি মর্মান্তিক ঘটনা নয়; এটি জাতির আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও প্রতিরোধের প্রতীক। তার আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে সত্য উচ্চারণই হলো প্রকৃত দেশপ্রেম।”
সাদিক কায়েম তরুণ প্রজন্মকে আহ্বান জানান—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদ, অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে।
তিনি বলেন,
“আমরা সবাই মিলে শহীদ আবরারের আত্মত্যাগকে ধারণ করে নতুন প্রজন্মকে এমন চেতনায় গড়ে তুলতে চাই, যেন কোনো বিদেশি শক্তি বা দমননীতির কাছে আমরা মাথানত না করি।”
ডাকসুর বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদ ও দমননীতির বিরুদ্ধে আবরার ফাহাদের আত্মত্যাগ গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে এটি এক ঐতিহাসিক মাইলফলক।
বিবৃতিতে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, তাদের আত্মত্যাগ এই আধিপত্যবাদবিরোধী আন্দোলনের চেতনায় নতুন মাত্রা যোগ করেছে।
আপনার মতামত লিখুন :