দীর্ঘদিনের জল্পনা, বর্জন, নাটকীয়তা ও পাল্টাপাল্টি অভিযোগের পর অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোটগ্রহণ কার্যক্রম। সকাল থেকেই প্রার্থী ও ভোটারদের আনাগোনায় সরগরম হয়ে ওঠে পুরো এলাকা।
নির্বাচনের আগের রাতেই হঠাৎ করে নতুন ব্যালট পেপার ছাপাতে হয় বিসিবিকে। হাইকোর্টের আদেশে ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত থাকার পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব গতকাল (রোববার) হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে আজকের নির্বাচনে ওই ১৫ ক্লাবের প্রতিনিধিরা ভোট দিতে পারছেন।
এদের মধ্যে ভাইকিংস ক্লাবের কাউন্সিলর ইফতেখার মিঠু নিজেও প্রার্থী হওয়ায় তাঁর প্রার্থিতাও বৈধতা পায়। এতে প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭ জনে। ফলে ব্যালট পেপারে পরিবর্তন আনতে বাধ্য হয় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন জানান, ব্যালট সংশোধনের কারণে আগেই দেওয়া কিছু ই-ভোট বাতিল করা হয়েছে, ভোটারদের নতুন করে ভোট দিতে হচ্ছে।
এরই মধ্যে জামালপুরের কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ানোয় ঢাকা বিভাগ থেকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দশটি জেলা ও বিভাগীয় পরিচালক পদের মধ্যে ইতোমধ্যে ছয়জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন— খুলনা থেকে আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট থেকে রাহাত সামস্, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন, আর চট্টগ্রাম থেকে আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী। আমিনুল ও ফাহিম নির্বাচিত হওয়ায় এই ক্যাটাগরির আটজন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন।
এদিকে ক্যাটাগরি–৩ এর একমাত্র পরিচালক পদে লড়ছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও ক্রিকেট সংগঠক দেবব্রত পাল। এই বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মো. আলমগীর আগেই মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সব মিলিয়ে নানা নাটকীয়তা, আইনি জটিলতা ও শেষ মুহূর্তের পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে—যা দেশের ক্রীড়া অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত ঘটনা।

আপনার মতামত লিখুন :