ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

জাককানইবি আর্থ ক্লাবের উদ্যোগে ত্রিমুখী গ্রহ সংকট ও পৃথিবীর নিরাপদ সীমারেখা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫

জাককানইবি আর্থ ক্লাবের উদ্যোগে ত্রিমুখী গ্রহ সংকট ও পৃথিবীর নিরাপদ সীমারেখা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) “ইকো রাইজ: ইয়ুথ ফর স্টেওয়ার্ডশিপ” কর্মসূচির অংশ হিসেবে 'ত্রিমুখী গ্রহ সংকট ও পৃথিবীর নিরাপদ সীমারেখা' শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আর্থ ক্লাব এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আর্থ ক্লাবের সদস্যদের পাশাপাশি সক্রিয় ১২টি সংগঠন থেকে প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপী এ সেমিমারে অংশগ্রহণকারীরা পরিবেশ সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই জীবনধারা, পরিবেশবান্ধব আচরণ ও পৃথিবীর সীমাবদ্ধ সক্ষমতা বিষয়ে আলোচনা ও বিভিন্ন অভিজ্ঞতা শোনেন। সেমিনারে আয়োজকরা অংশগ্রহণকারীদের প্রকৃতির উপর চাপ প্রয়োগের ফলে ভয়াবহ অবস্থা সম্পর্কে এসাইনমেন্ট করতে দেন এবং প্রোগ্রাম শেষে সবাইকে সার্টিফিকেট প্রদান করেন। 

আর্থ ক্লাবের সভাপতি মো. খালিদ আহমেদ সাইফউল্লাহ সা'দ বলেন, 'এই আয়োজনের মাধ্যমে পরিবেশ–সংকট ও সংশ্লিষ্ট বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি বলে মনে করি। অংশগ্রহণকারীরা নিজেদের সংগঠনে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবেন বলে আশা করি।'

ক্লাবটির সেক্রেটারি জেনারেল হুমায়রা ইসলাম বলেন, 'পরিবেশ সচেতনতা ও টেকসই জীবনধারা প্রচারই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আমাদেরকে ভবিষ্যতে আরও বড় উদ্যোগ নিতে উৎসাহ দিয়েছে।'

সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কাউন্সেলিং সাইকোলজিস্টোর সহকারী পরিচালক আদিবা আক্তার।ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক,নাজিয়া উদ্দিন।ক্যাটালাইজিং সাসটেইনেবল ট্রান্সফরমেশন নেটওয়ার্কের প্রধান নির্বাহী এবং বাংলাদেশ যুব পরিবেশ উদ্যোগ (বিইআই) এর সহ–প্রতিষ্ঠাতা ও উপ–নির্বাহী পরিচালক, সৈয়দ মুনতাসির রিদওয়ান। বাংলাদেশ যুব পরিবেশ উদ্যোগ (বিইআই) এর সহ-সমন্বয়ক (কার্যক্রম ও পরিচালনা) হালিমা আক্তার,

অতিথিরা ত্রিমুখী গ্রহ সংকট, মানসিক স্থিতি, পরিবেশ সচেতনতা, নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন।

আয়োজকেরা জানান, সেমিনার থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের নিজ নিজ সংগঠন ও পরিসরে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

আমার ক্যাম্পাস/এ এ এইচ সিয়াম

Link copied!