ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গায় মায়ের কাছে ১০ টাকা না পেয়ে অভিমানে বিষপান করল শিশু রাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫

চুয়াডাঙ্গায় মায়ের কাছে ১০ টাকা না পেয়ে অভিমানে বিষপান করল শিশু রাকিব

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। মায়ের কাছে মাত্র ১০ টাকা না পেয়ে অভিমানে বিষপান করেছে রাকিব (১০) নামের এক শিশু। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। আহত রাকিব সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের হানুরবাড়াদী মাঠপাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে রাকিব তার মায়ের কাছে ১০ টাকা চায়। কিন্তু মা টাকা না দিলে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে মাকে বলে, আমি মারা গেলে তুমি কি করবে? এতে মা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, কেন, কী হয়েছে? জবাবে রাকিব জানায়, আমি বিষ খেয়েছি। এরপরই পরিবার দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সে ঠিক কোন ধরনের বিষ পান করেছে তা এখনো জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সকালে শিশুটিকে অচেতন অবস্থায় আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, সে কোনো বিষ জাতীয় পদার্থ গ্রহণ করেছে। দ্রুত পাকস্থলী ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে এবং পর্যবেক্ষণে রয়েছে।

স্থানীয়রা জানান, রাকিব ছিল পড়াশোনায় মনোযোগী ও প্রাণবন্ত একটি শিশু। পরিবারে আর্থিক কষ্ট থাকলেও সে সব সময় হাসিখুশি থাকত। এমন মর্মান্তিক ঘটনার পর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের আবেগ খুব সংবেদনশীল। অভিভাবকদের উচিত সন্তানদের প্রতি ধৈর্যশীল ও সহানুভূতিশীল থাকা, ছোট বিষয়ে তাদের অনুভূতিকে অবহেলা না করা।

স্থানীয়দের দাবি সমাজে সচেতনতা বাড়াতে পরিবার ও বিদ্যালয় পর্যায়ে শিশুদের মানসিক যত্ন ও পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন যাতে এমন অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।

আমার ক্যাম্পাস/হাদিসুর রহমান

Link copied!